10/14/2025 উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্বের জন্য নোবেল পেলেন ৩ জন
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ১৮:৩৬
চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। ‘উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব’ ব্যাখ্যা করার জন্য তারা যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন।
সোমবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পান জোয়েল মোকির। অন্যদিকে, ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি তত্ত্বের জন্য বাকি অর্ধেক পান ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
বিবৃতিতে নোবেল কমিটি জানায়– গবেষণায় উঠে এসেছে, সবসময় প্রবৃদ্ধি হবে। তবে এটা কখনোই নিশ্চিত ধরে নেয়া যায় না। মানবসভ্যতার ইতিহাসে প্রবৃদ্ধি নয়, বরং স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। নোবেলজয়ীদের গবেষণায় দেখা গেছে, এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই পুরস্কারের মূল্যমান ১২ লাখ ডলার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.