10/14/2025 ১৩ ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের কাছে হস্তান্তর করল হামাস
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫ ১৮:১৩
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন নিউজ জানিয়েছে, বাকি ১৩ জন ইসরায়েলি বন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত ১৩ জন ইসরায়েলি বন্দির নাম প্রকাশ করেছে। তারা হলেন—এলকানা বোহবট (৩৬), রম ব্রাসলাভস্কি (২১), নিমরোদ কোহেন (২০), অ্যারিয়েল কুনিও (২৮), ডেভিড কুনিও (৩৫), এভিয়াতার ডেভিড (২৪), ম্যাকসিম হারকিন (৩৭), আইতান হর্ন (৩৮), সেগেভ কালফন (২৭), বার কুপারস্টেইন (২৩), ইয়োসেফ হাইম ওহানা (২৫), আবিনাতান অর (৩২) এবং মাতান জানগাউকার (২৫)।
এর আগে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে, তারা সবাই ইসরায়েলে পৌঁছেছেন।
মুক্ত হওয়া সাতজন হলেন গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-ডালাল।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মুক্তি পাওয়া সাত জিম্মি কিছুক্ষণ আগে ইসরায়েল সীমান্ত অতিক্রম করেছেন। বর্তমানে তারা দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন। সেখানেই তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) জানিয়েছে, তাদের হাতে থাকা সব জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। হামাস আরও জানিয়েছে, নিহত বন্দিদের মরদেহ পরে হস্তান্তর করা হবে।
এরইমধ্যে, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া কয়েকজন জিম্মির প্রথম ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রকাশিত ছবিতে দেখা গেছে, মুক্তির পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করছেন আলোন ওহেল। এ ছাড়া যমজ দুই ভাই গালি ও জিভ বর্মানকে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.