10/14/2025 আল-আনসার মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৬:১৮
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা অরেঞ্জ কাউন্টি চ্যাপ্টারের উদ্যোগে গত ৫ অক্টোবর (রবিবার) মসজিদ আল আনসারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫ টায় মাহফিলটি শুরু হয় যেখানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আব্দুল মান্নান, ওয়েস্ট জোন ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর এবং ওয়েস্ট জোন সেক্রেটারি আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন ফ্যামেলী ডেভেলপমেন্ট ডিরেক্টর প্রফেসর আলী আকবার, ওয়েস্টজোন ইয়ুথ কো-অর্ডিনেটর কামরুজ্জামান শিমুল, হলিউড চ্যাপ্টার সেক্রেটারি রেজাউল করিম, ভ্যালী চ্যাপ্টার বাইতুল মাল সেক্রেটারি রাশেদ হাসান, হলিউড চ্যাপ্টার অফিস সেক্রেটারি মুহাম্মদ ইকবাল, কান্ডারী কালচার গ্রুপের সদস্যসহ মুনার অসংখ্য নেতৃবৃন্দ।
মাহফিলটির সঞ্চালনায় ছিলেন অরেঞ্জ কাউন্টি চ্যাপ্টার সেক্রেটারি মুহাম্মদ মামুন খান। পবিত্র কুরআন থেকে অর্থ সহ তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা করেন ইকবাল মুহাম্মদ শরিফ এবং স্বাগত বক্তব্য দেন অরেঞ্জ কাউন্টি চ্যাপ্টার প্রেসিডেন্ট মুহাম্মদ ইনামুল হক।
প্রধান বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ কুরআনের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা, পারস্পরিক সহানুভূতি ও মানবতার বার্তা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা করেন।
প্রধান অতিথি বলেন, পবিত্র কুরআন হলো মানবতার মুক্তির সংবিধান। কুরআন মানব জীবনের পূর্ণাঙ্গ দিশারি। যে জাতি কুরআনের আলোয় জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। যেকোনো জাতির উন্নতি নির্ভর করে কুরআনের আলোয় জীবন পরিচালনার ওপর।
আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ আরও বলেন, বর্তমান যুগে মানুষ যত আধুনিক হচ্ছে, ততই নৈতিক অবক্ষয়ে ডুবে যাচ্ছে। কুরআনের শিক্ষাই পারে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে।
তাফসিরে তিনি সমাজে শান্তি, ন্যায়বিচার ও ঈমানি দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন এবং আল-কুরআনের কিছু আয়াতের ব্যাখ্যা তুলে ধরেন। এছাড়াও তরুণ প্রজন্মকে নামাজ, সৎপথে চলা ও পিতা-মাতার আদেশ মানার আহ্বান জানান।
এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী।
প্রসঙ্গত, মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ, যুব সমাজ, নারী-পুরুষ নির্বিশেষে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এর বয়ান ছিল জ্ঞান, যুক্তি ও হৃদয়ের স্পর্শে ভরপুর। তাঁর বক্তব্যের অনুপ্রেরণা ছিল, তা শ্রোতাদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে বলে মনে করছেন।
মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট ভবিষ্যতেও এ ধরনের তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হবেপ্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমৃদ্ধির জন্য দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। পরিশেষে আগত মুসল্লিদের মাঝে ডিনার সরবরাহ করা হয় ।
মুহাম্মদ মামুন খান
মুনা কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.