10/14/2025 ট্রাম্পের নির্দেশে ইলিনয়ে ২০০ সেনা মোতায়েন
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ২১:২৫
পেন্টাগনের একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, টেক্সাস ন্যাশনাল গার্ডের ২ শতাধিক সৈন্য ইলিনয়ে পৌঁছেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসির রাস্তায় সেনা পাঠিয়েছেন এবং মেমফিসের পাশাপাশি শিকাগো ও পোর্টল্যান্ডেও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
আদালত বাধা সৃষ্টি করলে জরুরি ক্ষমতা প্রয়োগ করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের হুমকি দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শহরগুলোকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে অস্থিরতা এবং ওয়াশিংটনে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের নির্দেশ দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, ফেডারেল কার্যক্রম, কর্মী এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য টেক্সাস থেকে সৈন্যদের ইলিনয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের দুই মাসের জন্য মোতায়েন করা হয়েছে।
গতকাল শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলউডের একটি সামরিক স্থাপনায় সৈন্যদের দেখা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.