10/14/2025 শিকাগোর মেয়র ও ইলিনয়ের গভর্নরকে জেলে পাঠানোর আহ্বান জানালেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ২১:০৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার শিকাগোর মেয়র এবং ইলিনয়ের গভর্নরকে জেলে পাঠানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই আহ্বান এসেছে তার অভিবাসন নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিরুদ্ধে থাকা দুই প্রভাবশালী প্রতিপক্ষকে লক্ষ্য করে।
এদিকে আরেকজন রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক এফবিআই পরিচালক জেমস কমি ক্রিমিনাল অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য আদালতে হাজির হচ্ছেন। তবে এটি ব্যাপক সমালোচনার মুখে ‘অতিসামান্য’ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১৫ সালে রাজনীতিতে প্রবেশ করার পর থেকে ট্রাম্প প্রায়ই তার প্রতিপক্ষদের জেলে পাঠানোর কথা বলেছেন। তবে কমিই প্রথম, যিনি আসলেই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইস (ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট) কর্মকর্তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এবং ইলিনয়েসের গভর্নর জেবি প্রিটজককে জেলে পাঠানোর আহ্বান জানান। তিনি লিখেছেন, ‘শিকাগোর মেয়র আইস কর্মকর্তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় জেলে থাকা উচিত! গভর্নর প্রিটজকও।’
এদিকে, শত শত টেক্সাস ন্যাশনাল গার্ডের সৈন্য শিকাগোর বাইরে একটি আর্মি সুবিধায় একত্রিত হয়েছেন। এটি প্রিটজক, জনসন এবং রাজ্যের অন্যান্য ডেমোক্র্যাট নেতাদের আপত্তির মুখে হয়েছে। ট্রাম্প আরো কিছু মার্কিন শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.