10/14/2025 মেলোনির বিরুদ্ধে গাজা গণহত্যায় জড়িত থাকার অভিযোগ তুলেছে আইসিসি
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ২০:৩৮
ইতালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ‘গণহত্যায় সহযোগিতার অভিযোগে’ তিনিসহ তার দুই মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযুক্ত করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এক সাক্ষাৎকারে মেলোনি বলেন– মামলায় নাম এসেছে প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি, প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবার্তো চিনগোলানিক।
পৃথিবী বা ইতিহাসেই এমন দৃষ্টান্ত আর নেই বলে দাবি করেন মেলোনি। অবশ্য কীসের মাপকাঠিতে তিনি এই দাবি করলেন, সেটিও স্পষ্ট ছিল না।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে– মেলোনির বিরুদ্ধে অভিযোগপত্রে আইনের অধ্যাপক, আইনজীবী ও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিসহ মোট ৫০ জন সই করেছেন।
গত কয়েক দিন ধরে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে ইতালির বিভিন্ন শহরে। বিক্ষোভকারীর অনেকে সরাসরি প্রধানমন্ত্রী মেলোনির প্রতিও ক্ষোভ ঝাড়ছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.