10/14/2025 কোয়ান্টাম মেকানিক্সের সাফল্যের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
মুনা নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ২০:৩৩
২০২৫ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তারা।
পুরস্কারপ্রাপ্ত তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক। নোবেল কমিটির মতে, তাদের এই গবেষণা কোয়ান্টাম মেকানিক্স ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা পরবর্তীতে সুপারকন্ডাক্টিং সার্কিট এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এর আগে, ২২৬ জন পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন।
এর আগে, গতকাল চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও জাপানের শিমন সাকাগুচি। ইমিউন সিস্টেমের মৌলিক প্রক্রিয়া ‘পরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়।
প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আর পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.