11/22/2024 মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহার জাতিসংঘের
মুনা নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৩ ১১:৫৩
পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে এক দশকের পুরোনো শান্তিরক্ষা মিশন তুলে নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার (৩০ জুন) সর্বসম্মতিক্রমে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষী বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
মালির ক্ষমতাসীন জান্তা সরকার সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক বাহিনীকে ‘অবিলম্বে’ প্রত্যাহরের দাবি জানানোর পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘মিনাসমা’ নামের এ শান্তিরক্ষা মিশন শেষ করল জাতিসংঘ। শনিবার (১ জুলাই) থেকে মিশন গুটিয়ে নেওয়ার কাজ শুরু হবে।
ইউএন নিউজ ওয়েবসাইট অনুসারে, মালিতে দশক-পুরোনো জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন শনিবার থেকে তার উপস্থিতি প্রত্যাহার শুরু করবে। যা ২০২৪ সালের ১ জানুয়ারি সম্পূর্ণভাবে শেষ হবে। মালিতে ২০১৩ সালে জিহাদি দখল প্রতিরোধে জাতিসংঘের মিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বাংলাদেশি কর্মী মারা গেছেন।
জাতিসংঘের নীতিমালায় শান্তিরক্ষা বাহিনী যে দেশে কাজ করবে সেই দেশের সরকারের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে মালির জান্তা সরকারের আহ্বানে জাতিসংঘের মিশন তুলে নেওয়ার প্রেক্ষিতে সহিংসতাপ্রবণ দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.