10/14/2025 আলাবামাতে বন্দুকধারীদের গুলিতে নিহত ২, আহত ১২
মুনা নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫ ১৯:০০
আলাবামাতে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত হয়েছে কমপক্ষে দুইজন। এছাড়াও আহত হয়েছে আরও ১২ জন।
শনিবার রাতে হয় এই ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, রাজ্যটির রাজধানী মন্টেগোমারির জনবহুল এলাকার রাস্তায় ভিড়ের মধ্যেই বন্ধুক যুদ্ধ শুরু হয় দুটি পক্ষের মধ্যে। অতর্কিত পাল্টাপাল্টি গোলাগুলিতে হতাহত হয় পথচারীরা।
আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে, এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংঘাতের কারণ ও অপরাধীদের খুঁজে বের করতে চলছে অভিযান ও তদন্ত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.