10/14/2025 গাজায় যুদ্ধবিরতি আলোচনা দ্রুত এগিয়ে চলেছে, প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হতে পারে : ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫ ১৮:৫০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পরিস্থিতি সমাধানের পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশ (আরব, মুসলিম এবং অন্যান্য সবাই) সঙ্গে এই সপ্তাহান্তে বন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধ শেষ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো খুবই সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে।’
তিনি লেখেন, ‘আলোচক দলগুলো সোমবার মিশরে মিলিত হবে, বিস্তারিত বিষয়গুলো সমাধান ও স্পষ্ট করার জন্য। আমাকে বলা হয়েছে যে প্রথম ধাপটি এই সপ্তাহের মধ্যে সম্পন্ন হওয়া উচিত, এবং আমি সবাইকে দ্রুত এগোতে অনুরোধ করছি।’
তিনি উল্লেখ করেন, যে কোনো বিলম্ব ‘বড় ধরনের রক্তপাতের’ ঝুঁকি তৈরি করতে পারে—এটি কেউই দেখতে চায় না।
এর আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেয়া হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি বলেন, আমাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে। তবে কিছু পরিবর্তন সবসময়ই থাকবে।
তিনি আরও বলেন, এটি ইসরাইলের জন্য দারুণ এক চুক্তি, পুরো আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্যও চমৎকার এক সমাধান। আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসিসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে গাজাজুড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.