10/14/2025 হলিউড মসজিদের উদ্যোগে "সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫" অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
৫ অক্টোবর ২০২৫ ২০:৩৮
হলিউড মসজিদের উদ্যোগে আয়োজিত “সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫” গত ৪ অক্টোবর (শনিবার) শতাধিক অতিথির উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার মুনা সেন্টারে অনুষ্ঠিত মাহফিলটির সভাপতিত্ব করেন হলিউড মসজিদের প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মুনা’র ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী, মুনা ওয়েস্ট জোনের সাবেক প্রেসিডেন্ট আকবর হোসাইন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার শামীম সাঈদী।
আনিসুর রহমান গাজী তার সূচনা বক্তব্যে উপস্থিতবৃন্দের উদ্দেশ্যে বলেন, “সৎ পথে চলা এবং বঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের প্রিয় নবী (সা.)-এর পথ অনুসরণ করে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করি।” তিনি আরও বলেন, “রাসূল (সা.) জীবনের সকল ক্ষেত্রে সৎ, ন্যায়নিষ্ঠ এবং মানবতার পথে ছিলেন, তাই আমাদেরও উচিত তাঁর আদর্শ অনুসরণ করা।” এরপর একটি নাশিদ গেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এরপর মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ আলোচনা শুরু করেন। তিনি নবীজি (সা.)-এর জীবনের নানা ঘটনাবলি তুলে ধরে উপস্থিত সবাইকে তাদের কাজকর্মে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরন করার তাগিদ দেন। মূল আলোচনা শেষে বিশেষ অতিথিগণ একে একে বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে মাওলানা সাইফুল্লাহ উপস্থিত সকলের সুস্থ ও সুন্দর জীবনের জন্য দুআ প্রার্থনা করেন।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.