10/14/2025 ২০২৬-এর রমজান কবে থেকে শুরু জানাল আরব আমিরাত
মুনা নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫ ১৯:৪৪
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইবরাহিম আল জারওয়ান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রমজান মাসের সূচনার জন্য নতুন অর্ধচন্দ্রের জন্ম হবে মঙ্গলবার- ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়)। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজানের প্রথম দিন বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি পড়বে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এটি চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করবে।
আল জারওয়ান জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট থাকবে, যা মাসের শেষে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে বৃদ্ধি পাবে। দিনের আলোর দৈর্ঘ্যও এই সময় ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে উন্নীত হবে।
আবহাওয়ার দিক থেকে তিনি উল্লেখ করেন, রমজানের শুরুতে তাপমাত্রা থাকবে ১৬°C থেকে ২৮°C এর মধ্যে, যা শীতকালীন উত্তর বাতাসের প্রভাবে থাকবে। আর মাসের শেষ দিকে যখন বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাসের প্রভাব শুরু হয়, তখন তাপমাত্রা বেড়ে ১৯°C থেকে ৩২°C পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়া, আল জারওয়ানের মতে, পুরো রমজান মাসজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মৌসুমী জলবায়ুর গড় অনুযায়ী প্রায় ১৫ মিলিমিটার বা তারও বেশি হতে পারে।
এই প্রাথমিক হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মুসলমানরা এখন পবিত্র রমজান মাসের আগমন থেকে প্রায় ১৩৯ দিন দূরে অবস্থান করছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.