10/14/2025 ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি দিয়েছে ৩০ আইনবিশেষজ্ঞ
মুনা নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৫ ২১:৪৩
গাজায় মানবাধিকার লঙ্ঘনের কারণে ইসরায়েল ও দেশটির সকল ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে আহ্বান জানিয়েছেন ৩০ জনের বেশি আইনবিশেষজ্ঞ।
বৃহস্পতিবার উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে লেখা চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে নিষিদ্ধ করা ‘অপরিহার্য’ এবং জাতিসংঘ তদন্তকারীদের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
চিঠিতে ফুটবল সংস্থা এবং এর সদস্যদের ‘আন্তর্জাতিক আইন রক্ষা করার নৈতিক ও আইনগত দায়িত্ব পালনের’ আহ্বান জানানো হয়েছে এবং অবিলম্বে ইসরায়েলকে ফুটবল থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানকালে অন্তত ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের বোমা হামলা ‘গাজার ফুটবল অবকাঠামোকে সিস্টেম্যাটিকভাবে ধ্বংস করছে।’
চিঠিতে লেখা হয়েছে, ‘এই কাজগুলো পুরো এক প্রজন্মের ক্রীড়াবিদদের ধ্বংস করেছে এবং ফিলিস্তিনি খেলাধুলার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এই লঙ্ঘনগুলো মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় অনতিবিলম্বে দেশটিকে ব্যান করা উচিত।
চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের নির্বাহী পরিচালক এলিসা ভন জোডেন-ফরজি এবং কয়েকজন প্রাক্তন জাতিসংঘ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন গবেষক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.