10/14/2025 ৯ মাস আটক থাকার পর যুক্তরাষ্ট্রের নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার
মুনা নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩
কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান আরও এক যুক্তরাষ্ট্রের নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর গত রোববার ওই নাগরিককে মুক্তি দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমির আমিরি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি সূত্র জানায়, কাতারের মধ্যস্থতার মাধ্যমে মুক্তির পর আমিরি রোববার সন্ধ্যায় দোহার উদ্দেশে রওনা দেন।
সূত্র জানায়, আট মাস ধরে আমিরি এক ব্রিটিশ দম্পতির সঙ্গে আটক ছিলেন। এ বছর কাতারের মধ্যস্থতায় তালেবানের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত তিনি পঞ্চম নাগরিক।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের কাছে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত চেয়ে সতর্ক বার্তা দেন। তিনি হুমকি দেন, যদি এ দাবি মানা না হয় তবে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ ঘটবে। ওই সতর্কবার্তার এক সপ্তাহ পর বিশেষ দূত অ্যাডাম বোহলার কাবুল সফর করেন।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমিরির মুক্তিতে সহায়তা করার জন্য আমি কাতারকে ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন—বিদেশে অন্যায়ভাবে আটক প্রতিটি নাগরিক দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের প্রচেষ্টা থামবে না।’
এদিকে, এখনও আটক আহমেদ হাবিবির ভাই এক বিবৃতিতে বলেন, প্রশাসন তাকে বারবার আশ্বাস দিয়েছে যে হাবিবিকেও মুক্ত করা হবে। তবে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তারা হাবিবিকে আটক করেনি। তিনি আফগান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযানের সময় বাগরাম বিমানঘাঁটি সেনাদের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ২০২১ সালে সেনা প্রত্যাহার ও কাবুলে পন্থি সরকারের পতনের পর ঘাঁটিটি তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.