10/14/2025 ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কৃষি মন্ত্রীর মৃত্যুদন্ড
মুনা নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১
চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। দেশটির জিলিন প্রদেশের একটি আদালত রবিবার এ রায় ঘোষণা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।
শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তাং নগদ অর্থ, সম্পদসহ মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ৬০ লাখ টাকা) ঘুষ নিয়েছেন।
যদিও তিনি অপরাধ স্বীকার করেছেন উল্লেখ করে, চাংচুন মধ্যবর্তী গণআদালত তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত করেছে।
তদন্তের ছয় মাস পর এবং পদ থেকে অপসারণের কিছুদিনের মধ্যেই গত নভেম্বরে তাংকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।
তাংয়ের বিরুদ্ধে তদন্ত অস্বাভাবিকভাবে দ্রুত সম্পন্ন হয় এবং তা প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধে হওয়া অনুরূপ তদন্তের পরপরই এটি পরিচালিত হয়।
২০২০ সালে প্রেসিডেন্ট শি চিনপিং চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোয় শুদ্ধি অভিযান শুরু করেন, যার উদ্দেশ্য ছিল পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের ‘সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ নির্মল ও সম্পূর্ণ নির্ভরযোগ্য’ করে তোলা।
সরকারি জীবনী অনুযায়ী, তাং ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন।
পরে তাকে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি বলেন, দুর্নীতিই কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.