10/14/2025 নিউইয়র্কে ল্যাভরভ-রুবিওর ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক
মুনা নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৯
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করছেন।
সংবাদমাধ্যমের জন্য কোনও প্রাথমিক মন্তব্য ছাড়াই বৈঠকটি বন্ধ দরজার পিছনে শুরু হয়েছিল।
গত ১০ জুলাই, মালয়েশিয়ায় আসিয়ান-সম্পর্কিত অনুষ্ঠানের ফাঁকে ল্যাভরভ এবং রুবিও প্রায় ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়াও, ২০২৫ সালে ল্যাভরভ এবং রুবিও একাধিক ফোন কল করেছিলেন।
অধিকন্তু, ১৮ ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন পররাষ্ট্র নীতি বিভাগের প্রধানরা, যা প্রায় সাড়ে ৪ ঘন্টা স্থায়ী হয়েছিল। আলাস্কায় শীর্ষ সম্মেলনের সময় রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ‘তিন-তিন’ আলোচনায়ও অংশ নিয়েছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.