10/14/2025 ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ৫০ কোটি ডলারের মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস: রিপোর্ট
মুনা নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩
ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে প্রায় অর্ধ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। পেন্টাগন নথির বরাতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে দাবি করা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রকাশিত নথি থেকে জানা গেছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের ইসরাইলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সাহায্য করতে গিয়ে প্রায় ৫০ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে।
ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে, গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের ১২ দিনে যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে মোট প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’ ও ‘বিজনেস ইনসাইডার’-এর বরাতে বলা হয়েছে, নথিগুলোর একটিতে ৪৯৮.২৬৫ মিলিয়ন ডলার জরুরি তহবিল চাওয়া হয়েছে, যা দিয়ে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিস্থাপন করা হবে।
নথিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে ইসরাইলের ওই ১২ দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থাড ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগে গত ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে একটি বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।
ইরান ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয় এবং এর পরে ট্রু প্রমিজ থ্রি নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর উভয় পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.