10/14/2025 গাজায় বোমা বিস্ফোরণে উড়ে গেল ৪ ইসরাইলি সেনা
মুনা নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪০
দক্ষিণ গাজার রাফায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী
নিহত সৈন্যদের নাম জানিয়েছে আইডিএফ। তারা হলেন- জাফরিয়ার বাসিন্দা মেজর ওমরি চাই বেন মোশে (২৬), রামাত ইয়োহানানের বাসিন্দা লেফটেন্যান্ট ইরান শেলেম (২৩), হার ব্রাচার লেফটেন্যান্ট এইতান আভনার বেন ইতজাক (২২) এবং হাদেরার বাসিন্দা লেফটেন্যান্ট রন আরিয়েলি (২০)।
বৃহস্পতিবারের এ ঘটনার পর, গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে সামরিক অভিযানে নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯ জনে।
নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদার রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
নিহত চারজন সৈনিকই ‘বাহাদ ১’ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদন মতে, বেন মোশে একজন কোম্পানি কমান্ডার ছিলে। আর অন্য তিন সৈন্য ছিলেন ক্যাডেট, যাদের মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়।
সূত্র: টাইমস অব ইসরাইল
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.