11/22/2024 শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৩ ১৬:২১
বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটে জর্জরিত শ্রীলঙ্কাকে বাজেট ও কল্যাণ সহায়তায় ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে হওয়া চুক্তির পর এটাই সবচেয়ে বড় সহায়তা পেল শ্রীলঙ্কা। খবর সিএনএনের
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে যে ঋণ দিচ্ছে, তার প্রায় ৫০ কোটি ডলার যাবে বাজেট সহায়তায়, অন্য ২০ কোটি ডলার যাবে সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কল্যাণে।
শ্রীলঙ্কায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.