09/19/2025 পেনসিলভানিয়ায় বন্দুক হামলা, নিহত ৩ পুলিশ কর্মকর্তা
মুনা নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:২০
পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর দুইটায় ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের।
এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.