09/19/2025 মুনা’র নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের জুনিয়র ইয়াং সিস্টারসদের বিশেষ আয়োজন : তাজওয়িদ ক্লাস
মুনা সাংগঠনিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের জুনিয়র ইয়াং সিস্টারস ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ তাজওয়িদ ক্লাস, যেখানে ছোট বোনেরা শুদ্ধ উচ্চারণে এবং সঠিক নিয়মে কুরআন তেলাওয়াত শেখার সুযোগ পাবে।
তারিখ: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
সময়: বিকেল ৫:১৫ মিনিট
স্থান: মসজিদ আদম, প্যাটারসন
এই আয়োজনটি প্রথম থেকে অষ্টম গ্রেডে অধ্যয়নরত সকল বোনদের জন্য উন্মুক্ত। কুরআন তেলাওয়াতের মৌলিক নিয়মাবলি ও তাজওয়িদের সুন্নাতি শিক্ষা এই ক্লাসের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিশু-কিশোরীরা কুরআনের সাথে একটি গভীর ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে পারবে এমন আশা ব্যক্ত করেছেন আয়োজকবৃন্দ।
শেষে থাকছে মজার এক্টিভিটি ও খাবারের সুব্যবস্থা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র একটি শিক্ষামূলক ক্লাস নয়—বরং একটি আত্মিক ও নৈতিক উন্নয়নের সুযোগ, যা আমাদের ছোট বোনদের ইসলামী মূল্যবোধে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।
সোর্স : সোশ্যাল মিডিয়া
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.