09/18/2025 এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্তে এবার বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুরের শিক্ষার্থীরা
মুনা নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২১
এশিয়ার বিভিন্ন দেশে তরুণ প্রজন্মের আন্দোলন রাজনীতির চিত্র পাল্টে দিচ্ছে। এবার তার ঢেউ পৌঁছেছে পূর্ব তিমুরে। রাজধানী দিলির রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ, মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে।
সংঘর্ষে উত্তপ্ত দিলি
মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী। জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন, একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। ফলে গোটা শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রায় দুই হাজার বিক্ষোভকারীর অধিকাংশই তরুণ শিক্ষার্থী। তাদের দাবি স্পষ্ট— সংসদের ৬৫ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। হাতে ধরা ব্যানারে লেখা ছিল, “চোরদের থামাও।”
রাজনৈতিক প্রতিক্রিয়া
আন্দোলনের নেতা ৩৪ বছর বয়সী ডমিঙ্গোস দে আন্দ্রাদে বলেন, “আমরা চাই সংসদ সভাপতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাতিল করুন। না হলে আন্দোলন চলবে।”
সোমবারও একই দাবিতে রাজধানীজুড়ে বিক্ষোভ হয়। পরে কয়েকটি রাজনৈতিক দল সংসদে গাড়ি কেনার পরিকল্পনা বাতিলের প্রস্তাব আনার ঘোষণা দেয়। তবে সমালোচনার বিষয় হলো— বাজেট অনুমোদনের সময় এই ব্যয়ের অনুমোদন তারাই দিয়েছিল।
রাষ্ট্রপতির আহ্বান
প্রেসিডেন্ট হোসে রামোস-হোরতা বলেন, “সরকার বা সংসদ ভুল করলে তার বিরুদ্ধে প্রতিবাদ নাগরিকদের অধিকার। তবে সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না।”
দারিদ্র্যের দেশে বিলাসিতা
২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর এখনো দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে বেকারত্ব, অপুষ্টি ও বৈষম্য প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। এমন বাস্তবতায় এমপিদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক বিলাসিতা হিসেবে দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আন্দোলন শুধু গাড়ি কেনার বিরুদ্ধেই নয়, বরং রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাপন ও তরুণ প্রজন্মের দীর্ঘদিনের হতাশার বহিঃপ্রকাশ। অনেকেই মনে করছেন, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ার সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতিচ্ছবিই এখন দেখা যাচ্ছে পূর্ব তিমুরের রাস্তায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.