09/16/2025 মুনা ওয়েস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাতে রাসূল (সা.) সন্ধ্যা ২০২৫
মুনা সাংগঠনিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ওয়েস্টজোন কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে ও কান্ডারী কালচারাল গ্রুপের আয়োজনে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাতে রাসূল (সা.) সন্ধ্যা ২০২৫।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ টায় শুরু হবে।
স্থান: হলিউড মসজীদ, ৪৪৩০, ফাউন্টেন এভিনিউ, লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করবেন মুনা কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের ন্যাশনাল ডিরেক্টর আনিসুর রহমান গাজী, সভাপতিত্ব করবেন মুনা ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট আব্দুল মান্নান, আমন্ত্রণে আছেন মুনা ওয়েস্ট জোনের মিডিয়া কমিউনিকেশন এন্ড কালচারাল ডিপার্টমেন্টের ডিরেক্টর মুহাম্মদ ইসমাইল হোসাইন এবং আরও থাকছেন কান্ডারী কালচারাল গ্রুপের পরিচালক রেজাউল করিম।
পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে MUNA West Zone-এর ফেসবুক পেজে। এছাড়াও যুক্ত হওয়া যাবে জুম প্ল্যাটফর্মেও (Zoom ID: 896 2716 2244, Passcode: 2024)।
সোর্স : সোশ্যাল মিডিয়া
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.