09/16/2025 গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে আন্তর্জাতিক মিশনের নৌবহর রওনা
মুনা নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০
ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক একটি মিশনের নৌবহর রওনা হয়েছে। এতে যোগ দিতে গ্রিসের সাইরোস দ্বীপ থেকে রোববার সন্ধ্যায় দু’টি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক মিশনটি গাজায় ইসরাইলি অবরোধ ভেঙে মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে কাজ করছে।
গ্রিসের সাইরোস দ্বীপ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে প্রায় ৫০০ মানুষ গ্রিসের এরমোপোলিস বন্দরে জমায়েত হয়ে দুর্ভিক্ষপীড়িত গাজার জন্য ত্রাণ বহনকারী গ্রিক পতাকাবাহী দু’টি জাহাজকে বিদায় জানিয়েছে।
৩৯ বছর বয়সী ক্রু কোস্টাস ফোরিকোস বলেন, এটি ইসরাইলকে দেখিয়ে দেয়ার একটি উপায় যে কাউকে জোরপূর্বক অনাহারে রাখার অধিকার থাকা উচিত নয়। একইসাথে অবর্ণনীয় কষ্ট সহ্যকারী গাজাবাসীর প্রতিও সংহতি প্রকাশ করার উপায় এটি।
আরেক ক্রু সদস্য অ্যাঞ্জেলিকি সাভানতোগলু বলেন, এই নৌবহরের লক্ষ্য ছিল আমাদের নিজ নিজ দেশের সরকারকে ইসরাইলের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা বন্ধ করতে এবং এই গণহত্যা বন্ধ করতে চাপ দেয়া। আমরা চাই এই গণহত্যা বন্ধ হোক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.