11/24/2024 যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়
মুনা নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৩ ১৫:৪৯
ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার (২৮ জুন) উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে খোলা মাঠে ও মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শেষে অনেকেই কোরবানি দিতে চলে যান।
নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সকাল সোয়া ৮টার দিকে একসঙ্গে ৬-৮ হাজার মুসল্লি এখানে জামাতে নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা জামাতে ঈদের নামাজ আদায় করেন।
এর আগে ঈদের জামাতের শুভেচ্ছা বিনিময় করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ডেভিড ওয়েপ্রিন, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান। পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব মান্নান।
এদিকে নিউইয়র্কের ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, বাফেলোসহ বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ হয়েছে। এছাড়া নিউজার্সি, কানেকটিকাট, জর্জিয়া, টেক্সাস, মিশিগান, আটলান্টা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়াসহ যেসব রাজ্যে বাংলাদেশিরা রয়েছেন, সেখানেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.