09/13/2025 প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করবে পাকিস্তান
মুনা নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯
প্রথমবারের মতো আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাবা শরীফের একজন ইমাম।
শুক্রবার জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এই প্রতিযোগিতা রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
জিও নিউজ জানায়, প্রতিযোগিতায় ৫৭টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। এরই মধ্যে পাকিস্তান ধর্ম মন্ত্রণালয় প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছে।
প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে- পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পবিত্র কাবা শরীফের একজন ইমাম। তবে, ওই ইমামের নাম এখনো জানানো হয়নি।
পাশাপাশি এ সময় ওআইসির সেক্রেটারি জেনারেলের উপস্থিতির বিষয়েও নিশ্চয়তা দেয়া হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.