09/11/2025 আবারও বাণিজ্যনীতি নিয়ে ভারতকে হুমকি দিলেন ট্রাম্পের উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪
'যদি আমেরিকার সাথে বাণিজ্য আলোচনায় নয়াদিল্লি কোনো সমাধান সূত্রে আসতে না পারে, তাহলে ভারতের জন্য তা ভালো হবে না'। এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। রিয়েল আমেরিকা'স ভয়েস' অনুষ্ঠানের সাথে এক সাক্ষাৎকারে, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে উল্লেখ করেছেন। হুমকি দেয়ার পাশাপাশি ভারতকে নাভারোর তোপ, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে রক্তচোষা বাদুড়ের মতো আমেরিকাবাসীকে শুষে নেয় ভারতের অন্যায্য বাণিজ্যনীতি।
ব্রিকস্ গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রতি পিটার নাভারোর আরও অভিযোগ, ব্রিকস জোটভুক্ত সবকটি দেশ এক অপরকে ঘৃণা করে এবং হত্যা করে। অবশ্য নাভারো স্বীকার করে নিয়েছেন ভারতের প্রতিই আমেরিকা সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে। সেটি মোকাবিলা করার কথাও বলেছেন তিনি।
নয়াদিল্লিকে হুমকি দিয়ে নাভারোর সাফ বার্তা, ‘কোনও একসময় ভারতকে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য এগিয়ে আসতেই হবে। যদি না আসে তবে দেশটিকে রাশিয়া ও চীনের সঙ্গে আঁতাত করে চলতে হবে, আর সেটা ভারতের পক্ষে মোটেও ভালো হবে না।’
ঐতিহাসিকভাবে, ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য আমদানিকারক ছিল না, কারণ তারা মধ্যপ্রাচ্যের উপর বেশি নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এবং জি-২০ দেশগুলো ক্রেমলিনের তেল রাজস্ব সীমিত করার জন্য প্রতি ব্যারেল ৬০ ডলার মূল্যসীমা আরোপ করার পর পরিস্থিতি বদলে যায়। কর্মকর্তারা স্বীকার করেছেন যে, ভারতের ছাড়যুক্ত পণ্য কেনার ক্ষমতা ছিল সেই ব্যবস্থারই একটি বৈশিষ্ট্য।হোয়াইট হাউসের উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার সাথে আমেরিকার স্বাক্ষরিত ‘দুর্দান্ত’ বাণিজ্য চুক্তিগুলোর উল্লেখ করে বলেন, ‘এই সমস্ত দেশ আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে’ কারণ তারা বুঝতে পারে যে তারা যুক্তরাষ্ট্রের থেকে অত্যধিক সুবিধা নিচ্ছে এবং তাদের আমেরিকান বাজারের প্রয়োজন। ভারতের প্রতি পিটার নাভারোর বার্তা, ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। তবেই শান্তি ফিরবে। এই দায়িত্ব খানিকটা নয়াদিল্লিকেই নিতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.