09/10/2025 ভিসা নিয়ে নতুন নির্দেশনা, নিজ দেশের দূতাবাসেই দিতে হবে সাক্ষাৎকার
মুনা নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২
যুক্তরাষ্ট্র বিদেশিদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিককে এখন তাদের নিজ দেশে দূতাবাস বা কনস্যুলেটে ভিসার সাক্ষাৎকার দিতে হবে। অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকবে না।
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।’
নতুন এ পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর। করোনার পর ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানিতে গিয়ে সাক্ষাৎকার নিতেন।
নতুন নিয়মে ব্যবসা (B1) ও পর্যটন (B2) ভিসার জন্য অন্য দেশে আবেদন করা যাবে না। তবে আফগানিস্তান, কিউবা বা ইরানের মতো দেশগুলোতে ভিসা পরিষেবা সীমিত থাকায় সেখানে কিছু দূতাবাস থেকে আবেদন করার সুযোগ থাকবে।
এর আগে করোনা মহামারির সময় ভারতে ভিসার জন্য অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত পৌঁছেছিল। তখন বিদেশে গিয়ে দ্রুত সাক্ষাৎকার নেওয়া যেত।
নতুন ইন্টারভিউ নিয়ম
২ সেপ্টেম্বর থেকে আরেকটি নিয়ম চালু হয়েছে। এবার বেশির ভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। ‘ড্রপবক্স’ সুবিধা অনেকটাই সীমিত করা হয়েছে। ফলে H, L, F, M, J, E ও O ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের এখন দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
এমনকি ১৪ বছরের কম শিশু ও ৭৯ বছরের বেশি বয়সী ব্যক্তিকেও সাক্ষাৎকার দিতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.