09/09/2025 শর্তসাপেক্ষে ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ
মুনা নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭
শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রফতানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান হয়, প্রতিবছরের ন্যায় চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষ্যে ১ হাজার ২শ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রফতানির জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সে আলোকে আগ্রহী রফতানিকারকগণের নিকট হতে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনের সাথে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। আর প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার।
উল্লেখ্য, ইতোমধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.