09/05/2025 ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
মুনা নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৫
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের ঘোষণায় অভিজ্ঞ ক্যারিয়ার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর মাধ্যমে দীর্ঘদিন রাষ্ট্রদূতশূন্য অবস্থায় থাকা ঢাকার দূতাবাসে পূর্ণাঙ্গ নেতৃত্ব ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো।
একই ঘোষণায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘে এবং সের্গেই গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়নগুলো সিনেটের অনুমোদনের পর চূড়ান্ত হবে।
স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থাকা প্রোফাইল অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন।
তার অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে- স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (২০১৬–২০১৯), হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন পিয়ারসন ফেলো (২০১৫–২০১৬), উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী, সাইবার কো-অর্ডিনেটর, এবং বিভিন্ন দূতাবাসে অর্থনৈতিক দায়িত্বে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, পিটার হাস ২০২৪ সালের গ্রীষ্মে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করেন। এরপর থেকে দূতাবাসে রাষ্ট্রদূত পদ শূন্য রয়েছে। বর্তমানে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে লিসা জ্যাকবসন গত জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.