09/02/2025 স্বাস্থ্যগত কারণে রবার্ট মুলারকে দেওয়া সমন প্রত্যাহার করল হাউস কমিটি
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২
সাবেক স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে দেওয়া সমন তার স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রত্যাহার করে নিয়েছে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি।
কমিটির এক সহকারী CBS News-কে বলেন, “আমরা জানতে পেরেছি, মুলার বর্তমানে এমন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার কারণে তিনি সাক্ষ্য দিতে অক্ষম। তাই কমিটি তার সমন প্রত্যাহার করেছে।”
২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মুলারের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল গত মাসে। এর উদ্দেশ্য ছিল, জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সময়কার এফবিআইয়ের ভূমিকা সম্পর্কে তার বক্তব্য শোনা।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ৮১ বছর বয়সী রবার্ট মুলারের পারকিনসন রোগ ধরা পড়ে ২০২১ সালে, যা তার পরিবার নিশ্চিত করেছে।
কমিটি চেয়ারম্যান জেমস কমার গত ৫ আগস্ট মুলারকে এক চিঠিতে জানান, “আপনি যখন এফবিআই পরিচালক ছিলেন, তখন অ্যাপস্টেইন তদন্তের আওতায় ছিলেন। তাই আপনি গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞানের অধিকারী।”
এ সময় হাউস কমিটি জানিয়েছে, জাস্টিস ডিপার্টমেন্ট থেকে পাওয়া কিছু অ্যাপস্টেইন-সংক্রান্ত নথিপত্র শিগগিরই প্রকাশ করা হবে, অবশ্যই সংবেদনশীল তথ্য রেডাক্ট করার পর।
সম্প্রতি, অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের দীর্ঘ সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট প্রকাশ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.