09/02/2025 সরকার পরিবর্তন বা কেয়ারটেকার নিয়ে গুজবে বিচলিত হওয়ার কারণ নেই: আইন উপদেষ্টা
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭
দেশে সরকার পরিবর্তন হচ্ছে, জরুরি অবস্থা (ইমার্জেন্সি) আসছে বা কেয়ারটেকার সরকার হচ্ছে— এমন গুজব ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং
আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ গণমাধ্যমে প্রকাশ পেলেও সেটি নিয়মিত প্রটোকলভিত্তিক কাজ। এতে অতিরিক্ত কিছু খোঁজার প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করে জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার সে অনুযায়ী কাজ করছে।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির রাজনৈতিক বক্তব্য মাত্র। এটি সরকারের অবস্থান নয়। সরকারের বর্তমান রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রয়েছে। তারা এমন কিছু করবে না যাতে দেশের অস্থিরতা সৃষ্টি হয়।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘গণঅভ্যুত্থানের পর একটি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা কিছুটা অবনতি হতে পারে। আমাদের দেশেও মাঝে মাঝে পরিস্থিতি খারাপ হয় আবার ভালোও হয়। তবে তা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটাবে না।’
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হবে এবং রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক ধারায় এগিয়ে যাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.