09/03/2025 প্রতিরক্ষা মন্ত্রণালয়কে "যুদ্ধ মন্ত্রণালয়" করার পরিকল্পনা হোয়াইট হাউসের
মুনা নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১৯:৪৬
ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানানো গেছে। এতে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই সম্ভাবনা উত্থাপন করেছিলেন।
সরকারের সবচেয়ে বড় এ মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। তবে হোয়াইট হাউস বিকল্প উপায় খুঁজছে বলেও জানা গেছে।
ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি গ্রেগ স্টুবি বার্ষিক প্রতিরক্ষানীতি বিলে একটি সংশোধনী উত্থাপন করেছেন, যাতে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। কংগ্রেসে কিছু রিপাবলিকান সদস্যও এ পরিবর্তনকে সমর্থন করছেন।
হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি, তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে গুরুত্ব দিয়েছে, যেখানে তিনি সেনাবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতার ওপর জোর দিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, আমাদের সামরিক বাহিনীকে শুধু প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণের জন্যও প্রস্তুত থাকতে হবে—এ কারণেই তিনি পেন্টাগনে ডিইআইয়ের পরিবর্তে যোদ্ধাদের অগ্রাধিকার দিয়েছেন এবং আদর্শ জাগিয়ে তুলেছেন। অপেক্ষায় থাকুন!’ ডিইআই বলতে তিনি বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ ও অন্তর্ভুক্তি বৃদ্ধির কর্মসূচিকে বোঝান।
এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করার ধারণা উত্থাপন করেন। তিনি জানান, তার কাছে এ নামটি ‘আরো ভালো শোনায়’।
ট্রাম্প আরো বলেন, ‘এটি আগে যুদ্ধ মন্ত্রণালয় নামে পরিচিত ছিল এবং এর একটি শক্তিশালী ধ্বনি ছিল। আমরা প্রতিরক্ষা চাই, তবে আক্রমণও চাই...যুদ্ধ মন্ত্রণালয় থাকাকালে আমরা সব কিছু জয় করেছি, সব কিছু জিতেছি। আমার মনে হয় আমাদের সেটাতে ফিরে যাওয়া উচিত।’
যুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯৪৭ সালের জাতীয় নিরাপত্তা আইন দিয়ে। এ আইনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে একীভূত করে ন্যাশনাল মিলিটারি এস্টাব্লিশমেন্ট গঠন করা হয়।
১৯৪৯ সালের একটি সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় নাম গ্রহণ করা হয় এবং আজকের কাঠামো প্রতিষ্ঠিত হয়।
ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীকে আরো আক্রমণাত্মক চেহারায় উপস্থাপন করতে কাজ করছেন। এর অংশ হিসেবে তারা বেশ কিছু পরিবর্তন করছেন, যার মধ্যে ট্রাম্পের সঙ্গে মতবিরোধে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের অপসারণও অন্তর্ভুক্ত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.