09/01/2025 এসসিও সম্মেলনে যোগ দিতে ৭ বছর পর চীনে পা রাখলেন মোদি
মুনা নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ২০:২৪
দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। খবর হিন্দুস্তান টাইমসের।
২০১৮ সালের পর এটিই মোদির প্রথম চীন সফর। এসসিও সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ভারত-চীন সীমান্ত ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোদির এই সফরের আগে তিনি জাপান সফর শেষ করেছেন। টোকিওতে অবস্থানকালে তিনি জাপানের সঙ্গে বাণিজ্য, মহাকাশ ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বিশ্লেষকদের মতে, জাপান সফরের পর চীনে মোদির উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
চীন দীর্ঘদিন ধরে এসসিওকে পশ্চিমা প্রভাবের বিকল্প একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে। ভারত এ সম্মেলনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বহুপাক্ষিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করতে চাইছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.