08/25/2025 জামায়াত আমীরকে দেখতে তার বাসভবনে গেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ০৭:০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মাদ ইসহাক দার। এ সময় সদ্য অস্ত্রোপাচার হওয়া জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি।
২৪ আগস্ট দুপুরে, রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমীরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।
জানা যায়, আধা ঘণ্টার বেশি সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ডা. শফিকুর রহমানের বাসভবনে অবস্থান করেন, এ সময় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলাপকালে পাক পররাষ্ট্রমন্ত্রী জামায়াত আমীরের দ্রুত আরোগ্য কামনা করেন। ডা. শফিকুর রহমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে তার সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সাক্ষাৎ শেষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের উদ্দেশে বলেন, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে।বিশেষ করে, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.