08/22/2025 গাজায় ইসরাইলি হামলায় নিহতের ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক
মুনা নিউজ ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ১২:১৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহ চিত্র আবারও প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে উঠে এসেছে, এখন পর্যন্ত গাজায় যত মানুষ নিহত হয়েছেন, তাদের সিংহভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা একে গণহত্যা হিসেবেই চিহ্নিত করছেন।
চলতি বছরের ১৯ মে পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের নথিভুক্ত তথ্য অনুযায়ী, গাজায় মোট ৫৩ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে মাত্র ৮ হাজার ৯০০ জনকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, নিহতদের মাত্র ১৭ শতাংশ যোদ্ধা, আর বাকিরা-অর্থাৎ ৮৩ শতাংশ-বেসামরিক সাধারণ মানুষ। এই তথ্য থেকেই স্পষ্ট, ইসরায়েলি হামলার সবচেয়ে বড় শিকার হচ্ছেন নিরীহ মানুষ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গোপন গোয়েন্দা ডাটাবেজ থেকে পাওয়া তথ্য তাদের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী নিজেদের তথ্য অস্বীকার করে দাবি করেছে, প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যান ‘ভুল’। তবে কোন সংখ্যাগুলো ভুল বলে তারা মনে করছে, তা স্পষ্ট করেনি।
তুলনায় দেখা গেছে, সিরিয়া ও সুদানের ভয়াবহ গৃহযুদ্ধে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, গাজায় তার চেয়েও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। অথচ গাজায় নির্বিচারে বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যেই গণহত্যা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক আইনজীবী, মানবাধিকার সংগঠন, এমনকি কিছু ইসরায়েলি শিক্ষাবিদও একে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.