08/21/2025 ডাকসুর ২৮ পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন ৫০৯ জন ও হল সংসদে ১ হাজার ১০৯ জন
মুনা নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৫ ০২:১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেয়ার সময় শেষ হয়েছে। বুধবার (২০ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমা নেয়ার শেষ দিন।
ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিলো ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি।
এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।
হলভিত্তিক মনোনয়নপত্র জমার পরিসংখ্যান হলো- ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৭০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, জগন্নাথ হলে ৫৯টি, ফজলুল হক মুসলিম হলে ৬৫টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮১টি, রোকেয়া হলে ৪৫টি, সূর্যসেন হলে ৭৯টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬৫টি, শামসুন নাহার হলে ৩৬টি, কবি জসীম উদ্দীন হলে ৭০টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, অমর একুশে হলে ৮১টি, কবি সুফিয়া কামাল হলে ৪০টি, বিজয় একাত্তর হলে ৭৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৬৭টি।
ডাকসু’র প্রায় ৪০ হাজার ভোটারের মধ্যে বড় ফ্যাক্টর পাঁচ ছাত্র হলের প্রায় ৪৮ শতাংশ ভোটার। এরাই আগামী ৯ সেপ্টেম্বর জয়- পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এছাড়াও প্রার্থীদের অতীত ইতিহাস, সামপ্রতিক কর্ম ও মতাদর্শও নির্বাচনে প্রভাব ফেলবে।
উল্লেখ্য, ২০১৯ সালে সব শেষ ডাকসু নির্বাচন হয়। এতে নুরুল হক নুর ভিপি (সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) হয়েছিলেন, জিএস ছিলেন গোলাম রব্বানী (ছাত্রলীগ)।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.