11/25/2024 বাংলাদেশকে ৪ হাজার ২০০ কোটি টাকা দেবে এডিবি
মুনা নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৩ ০৯:৪৩
চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পে ৪০ কোটি ডলার বা প্রায় চার হাজার ২৮০ কোটি টাকা (১০৭ টাকা প্রতি ডলার মূল্যে) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
২৫ জুন, রবিবার এ বিষয়ক একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির বাংলাদেশ মিশনের অফিসার ইনচার্জ নিয়াগবো নিঙ্গ।
এডিবির এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
ঋণের সুদের হার হবে ইউরোবর (লন্ডন ইন্টার ব্যাংক ওফারর্ড রেট) এর সঙ্গে ০.৫ শতাংশ ও ম্যাচুরিটি প্রিমিয়াম ০.১ শতাংশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.