11/23/2024 মারা গেছেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী বিজ্ঞানী
মুনা নিউজ ডেস্ক
২৭ জুন ২০২৩ ০৯:১৭
বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী বিজ্ঞানী জন গুডেনাফ মারা গেছেন। ২৫ জুন, রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ১০০ বছর। নিজের ১০১তম জন্মবার্ষিকীর মাত্র এক মাস আগে মারা গেলেন এই বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জন গুডেনাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
লিথিয়ান-আয়ন ব্যাটারিসহ ব্যাটারির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান জন গুডেনাফ। তখন তাঁর ছিল ৯৭ বছর। সে অনুযায়ী তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে নোবেলজয়ী কোনো ব্যক্তি।
লিথিয়াম-আয়ন ব্যাটারির বিকাশে জন গুডেনাফের গুরুত্বপূর্ণ ভূমিকার কল্যাণে বিশ্বজুড়ে এখন লাখ লাখ বিদ্যুৎ-চালিত গাড়ি চলছে।
উল্লেখ্য, জন গুডেনাফ ১৯২২ সালের ২৫ জুলাই জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি নেন। পরে পদার্থবিদ্যায় পিএইচডি করেন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) একটি গবেষণা দলের নেতৃত্ব দেন। পরে তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অরগানিক কেমিস্ট্রি গবেষণাগার। এ ছাড়া তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন ৩৭ বছর।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস/এপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.