08/13/2025 কালিসপেল সিটিতে অবতরণের সময় বিমানে ধাক্কা, বেঁচে গেলো চার যাত্রী
মুনা নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ২০:৩১
সোমবার মন্টানা রাজ্যের কালিসপেল সিটি এয়ারপোর্টে অবতরণের সময় একটি ছোট বিমান পার্ক করা একাধিক বিমানে ধাক্কা মারে। এতে তাতে আগুন ধরে যায়। আকাশে ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডলী। ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রারেণ বেঁচে যান চার যাত্রী।
খবর দিয়ে এপি সূত্র বলছে, কালিসপেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, স্থানীয় সময় বিকেল ২টার দিকে চার আরোহী নিয়ে একটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমান অবতরণের চেষ্টা করে। এ সময় পাইলট নিয়ন্ত্রণ হারান। বিমানটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার পর সেখানে থাকা কয়েকটি পার্ক করা বিমানে ধাক্কা লাগে। তাতে ওই বিমানগুলোতেও আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি রানওয়ের শেষে ভূপাতিত হয়ে আরেকটি বিমানে ধাক্কা মারে। কালিসপেল ফায়ার চিফ জে হ্যাগেন জানান, বিমানটি থামার পর আরোহীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে দু’জন সামান্য আহত হন এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়।
কাছাকাছি একটি ইন পরিচালনাকারী রন ড্যানিয়েলসন বলেন, তিনি বিকট শব্দ শোনেন ও ধাক্কা মারতে দেখেন। এর পরেই কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তার ভাষায়, যেন কেউ আপনার মাথা বড় ড্রামের ভেতর ঢুকিয়ে যত জোরে সম্ভব আঘাত করেছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে ছেড়ে এসেছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.