08/10/2025 ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সাথে দেখা করবেন ট্রাম্প, ট্রুথ সোশ্যালে ঘোষণা
মুনা নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১৯:৩৮
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট। খবর আনাদোলুর।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার (১৫ আগস্ট) ‘‘গ্রেট স্টেট অফ আলাস্কা’’-তে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’
ট্রাম্প এর আগে জানান, তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে বৈঠকের তারিখ ও স্থান আগে প্রকাশ করেননি কারণ তিনি চাননি যে এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির গুরুত্বকে ম্লান করুক — যা শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষর হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, পুতিন ‘যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করতে চান’।
তিনি জানান, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদলবদল করবে।
তার ভাষ্য, ‘বিষয়টি খুব জটিল। তবে কিছু (এলাকা) আমরা ফিরিয়ে আনব, আর কিছু পরিবর্তন হবে। উভয় পক্ষের মঙ্গলের জন্য এলাকাগুলোর অদলবদল হবে। আমরা এ বিষয়ে পরে অথবা আগামীকাল আরও বিস্তারিত বলব।'
ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারাও চান পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে শান্তি হোক।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট পুতিন শান্তি চাইছেন, এবং জেলেনস্কিও শান্তি চান। এখন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে হবে, কারণ তাকে কিছু একটা স্বাক্ষর করতে হবে। আমি মনে করি তিনি সেটা নিয়ে কঠোর পরিশ্রম করছেন। ‘
গত বুধবার প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো যান। এটি চলতি বছরে তার পঞ্চমবার রাশিয়া সফর। তিনি শেষবার পুতিনের সঙ্গে গত ২৫ এপ্রিল সাক্ষাৎ করেছিলেন। সর্বশেষ সফরটি ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার ১০ দিনের সময়সীমার দুই দিন আগে হয়।
পুতিনের শীর্ষ সহযোগী ইউরি উশাকভ বলেন, বৈঠকটি ছিল ‘উপকারী ও গঠনমূলক’।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.