08/10/2025 বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন আটলান্টার এক পুলিশ সদস্য
মুনা নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১৯:৩২
আটলান্টায় এক বন্দুকধারী গুলি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে। পরে ওই হামলাকারীকে হামলাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। আটলান্টা শহরে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সদর দপ্তরের কাছে শুক্রবার এ হামলা হয়।
পুলিশ জানিয়েছে, এই হামলায় আর কেউ নিহত বা শারীরিকভাবে আহত হয়নি।
সিডিসি প্রাঙ্গণে একাধিক রাউন্ড গুলি চালানো হয়।
আটলান্টা পুলিশপ্রধান ড্যারিন শিয়ারবাউম সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, ডিকাল্ব কাউন্টি পুলিশের এক সদস্য গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।’
পরে নিহত পুলিশ সদস্য পরিচয় নিশ্চিত করে জানানো হয়, তিনি ডিকাল্ব কাউন্টি পুলিশ বিভাগের ৩৩ বছর বয়সী সদস্য ডেভিড রোজ। তিনি গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তবে হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
শিয়ারবাউম আরো জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন নিয়ে মন্তব্য করা সম্ভব নয়, যেখানে বলা হয়েছে, বন্দুকধারী সম্ভবত করোনাভাইরাস ভ্যাকসিনকে দোষারোপ করেছিলেন নিজের কোনো অনির্দিষ্ট অসুস্থতার জন্য। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুক্রবারের আগেই হামলাকারীর বাবা পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে আত্মহত্যাপ্রবণ।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে সিডিসি প্রাঙ্গণ ও একটি ফার্মেসির কাছে এ গুলিবর্ষণ শুরু হয়।
পুলিশের ধারণা, হামলাকারী একাই ছিলেন। তাকে একটি সিভিএস ড্রাগস্টোরের দ্বিতীয় তলায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তিনি সম্ভবত আত্মহত্যাজনিত গুলিবিদ্ধ ছিলেন।
এ ছাড়া আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স সাংবাদিকদের বলেন, ‘হামলাকারী মৃত এবং কোনো বেসামরিক নাগরিক এই সক্রিয় গোলাগুলির সময় গুলিবিদ্ধ হননি।’
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প নিহত পুলিশ সদস্যর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করি, যারা সেবা দিতে এগিয়ে আসেন এবং নিজেদের সহনাগরিকদের সুরক্ষা দেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.