08/10/2025 হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের “ঐতিহাসিক” শান্তি চুক্তি স্বাক্ষর
মুনা নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১৮:০৭
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট।
‘এটি দীর্ঘ সময় নিয়েছে’, ট্রাম্প এই চুক্তি সম্পর্কে বলেন।
এই চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে আমেরিকান প্রভাব বাড়িয়ে তুলবে।
চুক্তি স্বাক্ষর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আর্মেনিয়া ও আজারবাইজান সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। আমরা বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ করেছি।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তারা ৩৫ বছর ধরে লড়াই করছে, এখন তারা বন্ধু এবং দীর্ঘদিন তারা বন্ধু থাকবে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান এই চুক্তি স্বাক্ষরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.