08/07/2025 মুনা ইয়ুথ ওয়েস্ট জোনের বার্ষিক সামার ক্যাম্প অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
৬ আগস্ট ২০২৫ ১৭:৫৩
মুনা ইয়ুথ ওয়েস্ট জোনের উদ্যোগে গত মাসের শেষ প্রান্তে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত বার্ষিক সামার ক্যাম্প। এবারের ক্যাম্পটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক, যেখানে অংশগ্রহণকারী ইয়ং ব্রাদারদের মধ্যে ইসলামী জ্ঞান ও ভ্রাতৃত্ববোদের চর্চা গড়ে ওঠে।
ইয়ুথ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আব্দুল মান্নান, নিউ ইয়র্ক নর্থ জোন ইয়ুথ ডিরেক্টর ব্রাদার তামজিদুল ইসলাম, এবং ওয়েস্ট জোন ভাইস প্রেসিডেন্ট। তাঁদের এই উপস্থিতি ও মূল্যবান আলোচনা ছিলো ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
ক্যাম্পের কয়েকটি শিক্ষামূলক সেশনে কয়েকটি পৃথক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিষয়গুলো ছিলো- কিয়ামতের আলামত, রাসূল (সা.)-এর সাহচর্যে যুব সমাজ, এবং প্যালেস্টাইনের ইতিহাস। এই সেশনগুলো যুবকদের মধ্যে ইসলামি চেতনা জাগাতে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্যাম্পের পরিবেশ ছিলো খুবই স্বতস্ফূর্ত ও ভ্রাতৃত্বপূর্ণ। বিশেষ করে ইয়ং ব্রাদারদের একসাথে খাবার গ্রহণ, জামাআতে সালাত আদায় করেন, গ্রুপ অ্যাক্টিভিটিতে এবং একই ছাদের নিচে রাত যাপন করেন তাদের মধ্যে সৃষ্টি করে এক গভীর আত্মিক বন্ধন ।
মুনা ইয়ুথ ওয়েস্ট জোন ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, “এ ধরনের শিক্ষামূলক সেশন এজন্যই জরুরি, যে এই পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সময়গুলো বহুবছর ধরে এক অভূতপূর্ব স্মৃতি ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে ইসলামের দিকে আহ্বান জানানোর মতো একটি আন্তরিক ও আপন পরিবেশ তৈরি করা আমাদের সকলের একান্ত দায়িত্ব। আমরা আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা)-র নিকট দোয়া করি যেন তিনি আমাদের এই কাজের জন্য কবুল করে নেন।”
অত্যন্ত সফল ও সুশৃঙ্খল এই আয়োজন বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মুনা ইয়ুথ ওয়েস্ট জোন কোঅর্ডিন্টের কামরুজ্জমান শিমুল, ইকবাল, এবং তানভীর আঙ্কেল।
সূত্র : সামাজিক মাধ্যম
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.