08/06/2025 জুলাই গণ-অভ্যুত্থান বার্ষিকীতে ঢাকায় ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র্যালি
মুনা নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫ ২১:৫৮
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণভবন ফতহের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীতে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে র্যালি শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী জাগরণের প্রতীক। এটি কোনো একক দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি, বরং সব রাজনৈতিক শক্তি ও সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেছে।
তিনি সরকারের উদ্দেশে গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের আহ্বান জানান এবং ষড়যন্ত্র-প্রোপাগান্ডা মোকাবিলায় ছাত্রশিবিরের অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় তিনি উল্লেখ করেন, পানি বৈষম্য, সীমান্ত হত্যা ও গোয়েন্দাগিরি দেশের স্বাধীনতার জন্য হুমকি। যারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত, তাদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস. এম. ফরহাদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.