08/03/2025 ট্রাম্পের হুমকিতেও অবস্থান পরিবর্তন করবেন না পুতিন
মুনা নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ১৩:৫৬
ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার এক সপ্তাহ বাকি থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা চলতে থাকবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধ ঘিরে রাশিয়ার অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শুক্রবার উত্তর রাশিয়ায় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধবিরতির আলোচনাগুলো ক্যামেরার সামনে নয়, শান্ত পরিবেশে হওয়া উচিত। কাজ করতে হবে বাস্তবভিত্তিক আলোচনার মাধ্যমে। তিনি বলেছেন, শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দলগুলো কোনও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে পারে। তবে কারও যদি অতিরিক্ত প্রত্যাশা থেকে হতাশা জন্মায় সেটি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ফল।
ট্রাম্প এর আগে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছিলেন। এর মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে না এলে মস্কোর ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এতে রাশিয়ার জ্বালানি রফতানি গ্রহণকারী দেশগুলোও শাস্তির মুখে পড়তে পারে।
তবে পুতিন এ ব্যাপারে কোনও সরাসরি মন্তব্য না করলেও বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী পূর্ণতালে লড়াই চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে তাদের কৌশলগত গতি ইতিবাচক।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার চাসিভ ইয়ার শহর দখল করেছে। সেখানে ১৬ মাস ধরে লড়াই চলছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শহরটি এখনও সম্পূর্ণ রুশ নিয়ন্ত্রণে যায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.