11/22/2024 হন্ডুরাসে সহিংসতায় ২৪ প্রাণহানি : কারফিউ জারি
মুনা নিউজ ডেস্ক
২৬ জুন ২০২৩ ০৯:৪৯
মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দুটি শহরে সহিংসতায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ও ভ্যালে দে সুলা অঞ্চলে পৃথক এ সহিংসতার ঘটনা ঘটে। এর পরই রোববার ওই দুই অঞ্চলে কারফিউ জারি করেছে দেশটির সরকার।
২৬ জুন, সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে শনিবার রাতে পৃথক হামলার ঘটনায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। এরপর উত্তরাঞ্চলীয় ওই দুটি শহরে রোববার কারফিউ জারি করেছে হন্ডুরাস সরকার।
পুলিশের মিডিয়া কর্মকর্তা এডগার্দো বারাহোনা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়। এ ছাড়া একই দিন শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রয়টার্স বলছে, ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে।
জিওমারা কাস্ত্রো টুইটারে বলেছেন, ‘সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’
প্রেসিডেন্ট আরও বলেন, সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তারে সাহায্য করার জন্য ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ ইউএস ডলার নগদ অর্থ পুরস্কার দেবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে। ওই ঘটনার পর এক সপ্তাহ পার হতে না হতেই দেশটির উত্তরাঞ্চলীয় দুটি শহরে সহিংসতায় আবারও বহু সংখ্যক মানুষের প্রাণহানি হলো।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.