08/02/2025 দ্রুত কমছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা: জরিপ
মুনা নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫ ১০:৫১
সম্প্রতি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন হ্রাস পাচ্ছে। মার্চ মাসে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান ট্রাম্পের কার্যক্ষমতাকে সমর্থন করেছেন। এই হার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্য প্রেসিডেন্টদের দ্বিতীয় মেয়াদ শুরুর সময়ের জনপ্রিয়তার তুলনায় কম।
জুলাইয়ে পরিচালিত এপি-এনওআরসি জরিপে ট্রাম্পের অনুমোদনের হার আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৪০ শতাংশে। গ্যালাপসহ অন্যান্য সংস্থার জরিপেও দেখা গেছে, জানুয়ারি থেকে ট্রাম্পের প্রতি সামগ্রিক অনুমোদনের হার কমতে শুরু করেছে।
সাম্প্রতিক জরিপগুলোতে অভিবাসন নীতির বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে অসন্তোষও বেড়েছে। সিএনএন/এসএসআরএস পরিচালিত এক জরিপে ৫৫ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিতাড়নের ক্ষেত্রে ট্রাম্প মাত্রাতিরিক্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন, যা ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও ট্রাম্পের গ্রহণযোগ্যতা তার প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে ক্রমশ নেতিবাচক হয়ে উঠেছে। জুলাইয়ের জরিপে দেখা গেছে, খুব কম সংখ্যক আমেরিকান মনে করেন ট্রাম্পের নীতিগুলো তাদের উপকারে এসেছে। এমনকি নিউ মেক্সিকোর ৫৮ বছর বয়সী ব্রায়ান নিকোলাসের মতো অনেকেই, যারা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন, তার আচরণ এবং নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশেষ করে সামাজিক মাধ্যমে ট্রাম্পের উপস্থিতি এবং শুল্ক আরোপের প্রবণতা তাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। শিক্ষা বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলো বিলুপ্ত করার চেষ্টাও অনেকের কাছেই অগ্রহণযোগ্য।
গত ছয় মাস ধরে ট্রাম্প বেশ কিছু সুদূরপ্রসারী ও বিতর্কিত নীতিমালা বাস্তবায়ন করে চলেছেন। বছরের শুরুতে তার শুল্কনীতির কারণে আমেরিকানদের মধ্যে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দেয়। জুলাইয়ের জরিপে অধিকাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্পের কর ও ব্যয়নীতি কেবল ধনীদের উপকার করছে। খুব কম মানুষই বিশ্বাস করেন যে, এসব নীতি মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণিকে উপকৃত করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.