08/01/2025 মুনা কানেক্টিকাট চ্যাপ্টারের পিকনিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন
মুনা সাংগঠনিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫ ১৩:৫২
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) কানেক্টিকাট চ্যাপ্টারের উদ্যোগে একটি প্রাণবন্ত পিকনিক এবং মনোমুগ্ধকর শিশু প্রতিযোগিতা ২০২৫ -এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মুনা সেন্টার অব কানেক্টিকাটে। অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথির উপস্থিতি ছিল, যা এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন মুনা কানেক্টিকাট চ্যাপ্টার সভাপতি মুজির উদ্দিন। তিনি শিশুদের উন্নয়নে মুনার কার্যক্রম এবং কমিউনিটির ঐক্য নিয়ে প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন চ্যাপ্টার সেক্রেটারি আতাউল শাহেদ, যিনি হাস্যোজ্জ্বলভাবে অতিথিদের অভ্যর্থনা জানান এবং পুরো দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫, যেখানে ক্রীড়া, কুইজ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের পুরস্কৃত করা হয়। এ পর্বের সঞ্চালক ছিলেন কানেক্টিকাট চ্যাপ্টারের কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল বিভাগের সহকারী পরিচালক ব্রাদার আব্দুর রহিম।
দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, আনন্দ-উৎসব ও সুস্বাদু খাবারের পরিবেশনা ছিল উপভোগ্য। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও ছিলেন অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠান শেষে কমিউনিটির ঐক্য, শিশুদের উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.