08/01/2025 জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশী আমেরিকান ফোরাম অফ মিশিগানের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫ ১২:১৯
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশী আমেরিকান ফোরাম অফ মিশিগানের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত ২৭ জুলাই, রোববার সন্ধ্যা ৭ টায় ওয়ারেনের ইওনা হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা আ ম অহিদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা সুহেল আহমদ এবং মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান ফোরাম অফ মিশিগানসহ স্থানীয় প্রবাসী কমিউনিটি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট সাহেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ফোরামের সেক্রেটারি হামিদ খান এবং সহকারী সেক্রেটারী ফাহাদ আহমদ। দোয়া ও মুনাযাত পরিচালনা করেন শায়খ মাওলানা রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধন গান ও জুলাই নাটক উপহার দেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগানের শিল্পীরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.